ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডো, মৃতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের কেন্টাকির শহরগুলিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে বলে জানিয়েছে কেন্টাকির গভর্নর। এখনও উদ্ধার অভিযান চলছে। 

এই টর্নেডোকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী টর্নেডো বলে মনে করছে রাজ্য প্রশাসন। রাজ্যের গভর্নর জানিয়েছেন ৩০০ জন উদ্ধার কর্মী এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। 

তবে এখন আর জীবিত কাউকে উদ্ধার করা প্রায় অসম্ভব বলেও জানিয়েছেন তিনি। 

এই টর্নেডোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেফিল্ড শহর। সেখানে একটি মোম কারখানা ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়েছে। 

ওই কারখানার ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির বলেছেন কারখানার ধ্বংসস্তূপে আরও কাউকে জীবিত পাওয়া গেলে তা হবে ‘অলৌকিক ঘটনা’।

সূত্র: বিবিসি

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি